৳ 300
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
ভাঙতেই পারে, তবে মচকায় না ‘আমি এখানেই দাঁড়ালাম এখানে, আমার অহংকারের শেষ বিন্দুতে ডাকতে যদি হয় সেভাবেই ডাকো এখান থেকেই শুনতে চাই ডাক ইচ্ছের নূপুর হতে, বাঁদর নেচে মন ভোলাতে যে পারে সে পারে আমি পারি না।’ (এখানেই দাঁড়ালাম) প্রেমিকের কথা মতো চলতে রাজি না শাহনাজ নাসরীন। এটা অহংকার অথবা অভিমান যে উচ্চারণ হোক প্রেমে শাশ্বত জেদ ধরে রাখা যায় না বোধহয়। ব্যাকরণ বলে প্রেমে মানুষ ভাঙে, প্রেম ভাঙে না, হয়তো মচকায়। প্রতিটি হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া প্রেমের মধ্যেও তো ভুলে যাওয়া ঘ্রাণ জমে থাকে। তাই একচুলও নড়তে না-চাওয়া প্রেম একটু পরেই জানিয়ে দেয়, ‘দুর্গের পতন তোমার ছোঁয়ায়’ (দু’জনা) একই কবিতার ২ নম্বর উপশিরোনামে ‘শুধু তোমার জন্য আরও একবার হবো সবুজ বালিকা’ ‘মেঘমল্লার’ কবিতায় বালিকা প্রেমিকা হয়ে হয়ে ওঠে শঙ্খনারী - ‘দাও তীব্র দহনে মৃত্যুনীল লহরি কঠিন জড়িয়ে হবো শঙ্খনারী’ বালিকা, শঙ্খনারী কোথাও কোথাও হয়ে যায় পাগলি। সেই পাগলিও সাধারণ নয়, চিরকেলে পাগলি - ‘পাগলা, আমি তোর পাগলি হবো তোর হাত ধরে পথভ্রষ্ট, ক‚লভ্রষ্ট নষ্ট হবো’ - পাগলি হবো’ (তোকে মেঘ ডাকব পাগল) ‘পাগলা, আমি তোর চিরকেলে পাগলি রবো।’ (পাগলি হবো) স্থিরতা নেই যেন। সাংসারিক অথবা জাগতিক খাঁচা ছিঁড়ে বারবার শাহনাজ নাসরীনের প্রেমের কবিতা ছুঁটে যায় স্বেচ্ছাচারি আকাশে। যেনো বা কিশোরীর অভিমান, আকুতি, আল্লাদ আর পাগলামি অভায়রণ্য খুঁজে পায় তার কবিতায়- ‘স্বেচ্ছাচার ভালোবেসে ঘৃণার আশ্রয়ে সটান দাঁড়িয়ে বিপুল অপচয়ে একটি জীবন ভাসাই সর্বনাশে।’ (স্বেচ্ছাচার) ‘দিবাস্বপ্নে প্রায়ই দেখি আমি আছি আমার মতো নিখুঁত স্বেচ্ছাচারে’ (স্বেচ্ছাচারী ভেলা) এই স্বেচ্ছাচার পোড়ালেও প্রেম থাকে আপোষহীন। প্রেম আপোষ মানলেই ভেঙে যায়, ছিঁড়ে যায়, মরে যায়। এই খুঁজে পাওয়া যায় শাহনাজের কবিতায়। ‘যেদিন থেকে সমপর্ণ সমঝোতার সেদিনই জেনেছি হায় মরেছে প্রেম এখন কেবল আছে প্রতিটি সমঝোতার পিঠে এক বুক ঘৃণার হেরেম।’ (সমঝোতা) ‘সম্পর্কের মৃত্যু কেবল সমঝোতায়’ - এ কথা জানেন বলেই শেষ পর্যন্ত সম্পর্কের সুতা ছিঁড়ে ফেলতে আগ্রহী শাহনাজ ‘আবার পরস্পরের রোগ হবার চেয়ে অচেনা থাকা ভালো ভালোবাসার ভারে ক্লান্ত হবার চেয়ে বন্ধনমুক্ত হই চলো এসো আবার অচেনা হয়ে যাই।’ (এসো অচেনা হয়ে যাই) খামাখা জড়িয়ে প্যাঁচিয়ে থাকার চেয়ে ভালবাসা নিয়ে দূরে থাকা ভালো, নিঃসঙ্গতা ভালো ‘আমাকে জাল বুনে ঢেকে দাও আধ্যাত্মিক মাকড়সা ক্লান্ত প্রহরে একটু আড়াল নিয়ে ভালোবাসি অন্তহীন নিঃসঙ্গতা।’ (ভালোবাসি অন্তহীন নিঃসঙ্গতা) পাঠক অনড়, অন্তহীন, অভঙ্গুর শাহনাজ নাসরীনের প্রেমের কবিতায় স্বাগতম। মুম রহমান
Title | : | প্রেমের কবিতা (পেপারব্যাক) |
Publisher | : | ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স |
ISBN | : | 9789848991503 |
Edition | : | 1st Published, 2016 |
Number of Pages | : | 80 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0